এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আকতার হোসাইন বলেন, 'কুড়িগ্রামের মেয়েরা এখন অনেক এগিয়ে, তাদের মধ্যে আর জড়তা নেই, যে কোনো কাজকে তারা স্বাগত জানায়, জাতি গঠনে মেয়েরা ভূমিকা রাখছে।'
মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চওড়াহাটে এলসিএ সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এফএও প্রতিনিধি জিয়াওকুনশি, ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আরনাউট হ্যামিলার্স, ডাবিস্নউএফপি প্রতিনিধি ডমেনিকো স্কালটেলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, প্রভাতি প্রকল্পের প্রকল্প পরিচালক আনিসুল ওহাব খাঁন, ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু প্রমুখ।
মতবিনিময় সভার লক্ষ্য ছিল রোমভিত্তিক জাতি সংঘের সংস্থাগুলির সঙ্গে নারীদের অংশগ্রহণ এবং লিঙ্গ অন্তর্ভুক্তি বিষয়সহ নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে তাদের অবস্থার উন্নয়ন সাধন করা।