লাইসেন্সবিহীন ইটভাটা থেকে অর্ধকোটি টাকা জরিমানা আদায়
চকরিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রি করায় ৩ জনের কারাদন্ড আরও দুই জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
রংপুর ও চট্টগ্রামের হাটহাজারীতে লাইসেন্স বিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রি করায় ৩ শ্রমিককে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও নেত্রকোনার দুর্গাপুরে ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা ও হালদা নদীতে চার হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গত এক সপ্তাহে রংপুর ও গাইবান্ধা জেলার ১২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসব ইটভাটা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অভিযানে কাদেরিয়া ব্রিকস কোম্পানি, মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও মেসার্স হিমালয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নূর হাসান সজীব।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ার হারবাং অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির সময় স্কেভেটর ও দুইটি মিনি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তিন শ্রমিককে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, হারবাং ইউনিয়নের ইয়াছিন, মিজানুর রহমান ও মো. শেফায়েত।
মঙ্গলবার রাতে উপজেলার হারবাং মহাসড়ক সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ডায়াগনস্টিক সেন্টারসহ দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও দুইটি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, যথাযথ লাইসেন্স না থাকায় পৌর শহরের বিরিশিরি এলাকার শস্য ডায়াগনস্টিক সেন্টার এবং উৎরাইল এলাকার আফরোজা ডিজি ল্যাব সেন্টার বন্ধ করা হয়।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার ভোর রাত নদীর গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্ত এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান।