দেশকে এগিয়ে নিতে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে :প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান -যাযাদি
দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়ার ভেতর দিয়ে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।' গত মঙ্গলবার সন্ধ্যায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী আব্দুর রহমান। বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীবাসীর পক্ষ থেকে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএম শাফিউলস্নাহ শাফির সঞ্চালনায় এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, 'এই সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। মাদক একটি মরণব্যাধি। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে না।' মন্ত্রী আব্দুর রহমান বলেন, 'এই জনপদকে গভীরভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করেছি। আজ এই সমাজ ধ্বংস হয়ে যাক চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে শক্তিশালী করতে হবে।' ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় গড়ার কথা উলেস্নখ করে তিনি বলেন, 'সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক বঙ্গবন্ধুর নামে। সেটি হবে। আরও এমন উন্নয়ন করব যা আপনারা ভাবেননি। শুধু আপনারা আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন। মাদকমুক্ত সমাজ গড়ুন।' অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।