সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
শীতবস্ত্র প্রদান ম গাইবান্ধা প্রতিনিধি রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড ও পৌরসভার বিভিন্ন পাড়া-মহলস্নায় অসহায় ও দুস্থদের মাঝে পস্ন্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার গভীর রাতে ১৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সভাপতি প্রকৌশলী মো. ফরমান আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধাক্ষ্য ইঞ্জিনিয়ার চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মো. আমজাদ হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণ ম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম ও বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুলস্নাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক মো. সায়দার রহমান। ফুটবল প্রতিযোগিতা ম শাবি প্রতিনিধি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে 'ফুটবল চ্যালেঞ্জ-২৪' প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে খেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মো. কবির হোসেন। খেলার আয়োজক হিসেবে রয়েছে শাবির ক্রীড়া বিষয়ক সংগঠন 'স্পোর্টস সাস্ট'। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও স্পোর্টস সাস্টের উপদেষ্টা সহযোগী অধ্যাপক আফজাল হোসেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করেছে। আলোচনা সভা ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 'গ্রন্থাগারে বই পড়ি:স্মার্ট বাংলাদেশ গড়ি'- এ প্রতিপাদ্য নিয়ে ৫ ফেব্রম্নয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উপলক্ষে মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট সংলগ্ন প্রজন্ম পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রজন্ম পাঠাগারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বান্দাইখাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সরকার, মো. তাওহিদুল ইসলাম কৌশিক, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, বার্তা সম্পাদক প্রভাষক আবু রেজা, ম্যানেজিং ইডিটর আব্দুলস্নাহ আলমাস বিন রহমান তানভীর। মিশ্রচাষ প্রশিক্ষণ ম কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কাপ্তাইয়ের বাস্তবায়নে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ 'কিন্নরী' তে প্রধান অতিথি থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুলস্না আল হাসান। আলোচনা সভা ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে উপজেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সম্মানিত খতিব, ইমাম ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি থাকেন পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। এছাড়া থানা জামে মসজিদের ইমাম মো. মাসুম বিলস্নাহ এর সঞ্চালনায় বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহা. জহিরুল ইসলাম সাগর। শিক্ষার্থীদের সংবর্ধনা ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনী উপজেলার হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহা. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ম দিনাজপুর প্রতিনিধি 'ক্রীড়া দেয় সুস্থ মন, ক্রীড়া দেয় আলোকিত জীবন' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় সেন্ট যোসেফ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রিষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। পিঠা উৎসব ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইয়াছিনের সার্বিক পরিচালনায় অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং, বরুড়া পৌরসভার মেয়র মো. বকতার হোসেন বখতিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। প্রতিষ্ঠাবার্ষিকী ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু। রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সেলিম রেজা, প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মালা জেসমিন, কাউন্সিলর আনারুল ইসলাম, কাওছার আলম। মতবিনিময় সভা ম রামপাল (বাগেরহাট) প্রতিনিধি রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার উজড়কুড় ইউনিয়নের চাঁদপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি থাকেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি থাকেন থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, উজড়কুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, উজড়কুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টো। বিজ্ঞান মেলা ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি 'এই সেস্নাগান'কে ধারণ করে মঙ্গলবার দুপুরে কুমিলস্না জেলার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের অন্তঃস্কুল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞান মেলা-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি থাকেন ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ। বিশেষ অতিথি থাকেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার, দেবিদ্বার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈনুউদ্দিন, দেবিদ্বার প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল। ন্যাপকিন বিতরণ ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলে জরায়ুর মুখে ক্যানসার ও স্তন ক্যানসারের কারণ, লক্ষণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের আয়োজনে ও অ্যাপেক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং দি হোপ ফাউন্ডেশন কোরিয়া) এর অর্থায়নে মঙ্গলবার দুপুর ২টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে অধ্যক্ষ স ম নাসির উদ্দিন মাহ্‌তাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ তালুকদার ইকবাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঁইয়া সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আজহার উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজিজুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মঈনুল হাসান রতন, কলেজ গভর্নিংবডি সদস্য সাবেক কমিশনার মো. রাহেল মিয়া সর্দার, সাবেক কমিশনার মাওলানা মো. আবু তাহের।