সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
শিক্ষা উপকরণ বিতরণ ম গাজীপুর প্রতিনিধি গাজীপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিচালিত ভানুয়া সরকারি শিশু পরিবার ও নীলের পাড়া সমন্বিত শিক্ষা কার্যক্রমের নিবাসীদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুরের উপপরিচালক এস এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান। হাফেজ হলেন ম কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি মাত্র দেড় বছরে পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছে ৯ বছর বয়সি শিশু মো. মাহিন উদ্দিন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মলেয়াবাদ গ্রামে। কুতুবদিয়া থানায় কর্মরত (ডিএসবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিনের ছেলে মো. মাহিনউদ্দিন। কুতুবদিয়া থানায় কর্মরত (ডিএসবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিউদ্দিনের ছেলে মো. মাহিন উদ্দিন। এ উপলক্ষে সোমবার রাত ৯টায় বড়ঘোপ মাতবর পাড়া ইসলামী ছাত্র সংঘের উদ্যোগে এক তাফসিরুল কুরআন মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ মাহিনউদ্দিনসহ মোট ১২ জন হাফেজকে পাগড়ি এবং সনদ প্রদান করা হয়। উপশাখা উদ্বোধন ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় বেপজা জোন কার্যালয়ে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বেপজা ইকোনমিক জোন (মিরসরাই)-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগীয় প্রধান আব্দুল মান্নান, কুমিলস্না রিজিউনাল প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, চট্টগ্রাম রিজিউনাল প্রধান মোহাম্মদ ইসহাক, ব্যাংকের আবুতোরাব শাখার ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন ও বেপজা অর্থনৈতিক অঞ্চল উপশাখার ইনচার্জ মোহাম্মদ নুরুন নবী মামুন। বই বিতরণ ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 'পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে সিলেট জেলা পরিষদের আয়োজনে বই পড়া উৎসবের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাসের সভাপতিত্বে এবং ইমরান আহমদ সহকারী শিক্ষক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্ত দেবনাথ। প্রস্তুতি সভা ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। মুরগি বিতরণ ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্যাকেজভিত্তিক ৭৫টি পরিবারকে ১৫০০ মুরগি বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি। বিদায় ও বরণ ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় মশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি-২৪ পরীক্ষার্থী বিদায় ও ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি তাজামুল হক শাহের সভাপতিত্বে প্রধান শিক্ষক আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাওড় ইউপির সাবেক চেয়ারম্যান নজির উদ্দিন শাহ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবেক সদস্য কবির আহম্মদ শাহসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুদেব কুন্ডুর পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। ড্রেন নির্মাণ ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি বগুড়ার নন্দীগ্রামে জনগুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। নন্দীগ্রাম শহরের নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় দৈর্ঘ্য, ০.৮৭ মিটার প্রস্থ ও ১.৪ মিটার গড় উচ্চতা ড্রেন নির্মাণকাজ করার উদ্যোগ গ্রহণ করে নন্দীগ্রাম পৌরসভা। সোমবার সকালে কারেজ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপসহকারী প্রকৌশলী অসিম কুমার, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু। স্থান পরিদর্শন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন। খবর পেয়ে সোমবার বিকালে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা বিএনপি নেতারা পরিদর্শন করেন। উপজেলা বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন। পরে উপজেলা বিএনপির নেতারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আগুনে আহত ব্যক্তিদের দেখতে যান। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ কাঞ্চনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক গাজী জালাল উদ্দীন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সদস্য বিলস্নাল হোসেন ভূঁইয়া, সাকিলা আক্তার। এ সময় শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি কচুয়ায় শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ) এরিয়া প্রোগ্রাম প্রশিক্ষণ কক্ষে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের আয়োজনে কচুয়া এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত সাংবাদিক কর্মশলায় সভাপতিত্ব করেন শিশু সুরক্ষা কর্মকর্তা পলাশ রঞ্জন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কচুয়া এপি ম্যানেজার এলিস মন্ডল। এদিন শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় কচুয়া উপজেলার ২০ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করে। দিনবাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যায়যায়দিন পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি সূর্য্য চক্রবর্তী। কমিটি গঠন ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি কামরুজ্জামান মানিককে সভাপতি ও খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ভালুকা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এস এম শাজাহান সেলিমের সভাপতিত্বে আতাউর রহমান তরফদার সভা পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা সহ-সভাপতি- কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- আজমল হুদা মাদানী, কোষাধ্যক্ষ- মীর গোলাম সাকলায়েম ফাহাদ, দপ্তর সম্পাদক- বরকত উল্যাহ, প্রচার সম্পাদক- খোরশেদ আলম জীবন। কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শাজাহান সেলিম, রফিকুল ইসলম রফিক, মনিরুজ্জামান খান ও মাহমুদুল হাসান ফুরাদ।