বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

কুড়িগ্রামে দুদক'র গণশুনানি উপলক্ষে মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুড়িগ্রামে দুদক'র গণশুনানি উপলক্ষে মতবিনিময় সভা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুড়িগ্রামে গণশুনানি অনুষ্ঠান উপলক্ষে কুগ্রিাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান। এ সময় দুদক কুড়িগ্রাম সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন, সহ-সভাপতি ডা. এস এম আমিনুল ইসলাম, অধ্যক্ষ মুহাঃ নূওবখ্‌ত, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। মো. তালেবুর রহমান জানান, আসন্ন ২৯ ফেব্রম্নয়ারি কুড়িগ্রাম শহরস্থ শেখ রাসেল অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব সরকারি দপ্তরে দুর্নীতির প্রবণতা রয়েছে সেসব দপ্তরে অভিযোগ বক্স স্থাপন, দুদকের টিম প্রেরণ, অভিযোগ সংগ্রহ, পর্যাপ্ত লিফলেট বিতরণ, পোস্টার ও ব্যানার সাঁটানো, মাইকিং করা, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে