বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

জেলার বিভিন্ন উন্নয়নের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জেলার বিভিন্ন উন্নয়নের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে সোমবার রাতে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, সিপিবি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ব্রহ্মপুত্র বহুমুখী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ব্যাটারিচালিত ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুকুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য গোলাম রব্বানী, কাজী আবু রাহেন শফিউল্যাহ, অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, অধ্যাপক রোকেয়া খাতুন, মনজুর আলম মিঠু, প্রণব চৌধুরী খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান। বক্তারা বলেন, দেশের সবগুলো জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে অনগ্রসর এই জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত বহুমুখী টানেল নির্মাণ রাস্তা প্রশস্তসহ শহরের চারপাশ দিয়ে রিং রোড নির্মাণের দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে