দিনাজপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্স পস্নান্টারের দ্বারা চারা রোপণ
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জমিতে রাইস ট্রান্স পস্নান্টারের দ্বারা চারা রোপণের মাধ্যমে সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ৫নং শশরা ইউপির ভবাইনগর এলাকায় ৫০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূরুজ্জামান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ৫নং শশরা ইউনিয়ন পরিষদের চেযারম্যান মোকছেদ আলী রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. মাহবুব রশিদ, কৃষি প্রকৌশলী মো. আবু সামস বদরুদ্দোজা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমলয়ের মাধ্যমে ধান চাষাবাদ করলে সময়, অর্থ ও খরচ কম হয়।