বাজিতপুরে ওয়াসিম হত্যাকান্ড তদন্তে ধীরগতি

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী গ্রামের ইসহাক মিয়ার ছেলে ওয়াসিম মিয়ার (৪০) হত্যাকান্ডটি গত ৮ দিন আগে হলেও থানা-পুলিশ তনন্তে ধীরগতি বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ধুবিপাথর গ্রামের পিতা মৃত ইউসুফ ভূইয়ার মেয়ে জাহানারাকে (২২) গত ৩ ফেব্রম্নয়ারি গ্রেপ্তার করার পর কিশোরগঞ্জ কোর্টে পুলিশ চালান দিয়েছেন। এই ঘটনায় ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল গ্রেপ্তার হওয়ায় জাহানারাকে ৩ দিনের রিমান্ডের জন্য কিশোরগঞ্জ কোর্টে আবেদন করেছেন। জানা যায়, গত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টার সময় ওয়াসিম মিয়ার লাশ পুলিশ ধুবিপাথর, পুরানখলা গ্রামের মধ্যবর্তী দুলদলীয়া নামক খালের মধ্যে পানিতে দেখতে পায়। কে বা কারা ওয়াসিম মিয়াকে খুন করে পানিতে রেখে গেছে এ নিয়ে এলাকার মধ্যে জল্পনাকল্পনা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল এই প্রতিবেদনকে বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে ওয়াসিমকে কেউ হত্যা করে পানিতে ফেলে রেখে গেছে বলে অনুমান করা হচ্ছে।