রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচন আটঘরিয়ায় বইছে নির্বাচনী হাওয়া

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
উপজেলা পরিষদ নির্বাচন আটঘরিয়ায় বইছে নির্বাচনী হাওয়া

উপজেলা পরিষদ নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে পাবনার আটঘরিয়ায়। এবারের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেওয়ায় অধিক প্রার্থীর সম্ভাবনা আছে। নির্বাচনে বাতাস শুরু হতে না হতেই আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৬ থেকে ৮ জন প্রার্থীর সম্ভাব্য নাম শোনা যাচ্ছে। তবে বিরোধী বিএনপি জোট নির্বাচনে এলে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে নির্বাচনে না এলেও তাদের কেউ কেউ প্রার্থী হতে পারেন।

এখানকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, গতবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনের পরাজিত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইশারদ আলী, সাবেক সংসদ সদস্য ও সদ্য সমাপ্ত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা জামাতের নায়েবে আমির জহুরুল ইসলাম প্রমুখ।

এসব সম্ভাব্য প্রার্থী নিয়ে উপজেলার সর্বত্র চলছে আলোচনা ও হিসাব নিকাশ। তবে এখন পর্যন্ত বিএনপির কোন প্রার্থীর নাম শোনা না গেলেও এবং বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও কেউ কেউ চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন। সবকিছুই পরিষ্কার হবে নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র দাখিলের পর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে