নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায় মা-বাবাদের শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার লেডিস ক্লাব।
এসব অসহায় বৃদ্ধের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা।
মঙ্গলবার কিশোরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে অসহায় এসব ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন- 'আপনারা বৃদ্ধাশ্রমে বসবাস করছেন বলে মনে করবেন না আপনাদের কোন সন্তান নেই। আমি আপনাদের সন্তান। সুখে-দুখে সব সময় আমাকে আপনারা পাশে পাবেন।
এই শীতে আপনারা কষ্ট পাচ্ছেন। তাই আমি ও লেডিস ক্লাবের সদস্যরা আপনাদের জন্য কিছু শীতবস্ত্র নিয়ে এসেছি। আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাড়াচ্ছি এবং আগামীতেও সব সময় দাঁড়াব।'
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, লেডিস ক্লাবের সদস্য আদুরী আজাদ, রোমানা ফেরদৌস, সানা আফরোজ সাথী, দিলরুবা আক্তার, রোমানা বেগম, সানজিদা ইসলাম, রাজিয়া সুলতানা প্রমুখ।