ডাকাতি ও মাদক মামলায় চার জেলায় নারী কাউন্সিলরসহ গ্রেপ্তার ৮

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ডাকাতি ও মাদক মামলায় চার জেলায় নারী কাউন্সিলরসহ আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বরিশাল, ভোলা, পাবনা ও নওগাঁর আত্রাই থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বরিশাল অফিস জানায়, বরিশালের গৌরনদীতে গাঁজাসহ মাদক বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছের্ যাব-৮। মঙ্গলবারর্ যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। গত সোমবার বিকালে উপজেলার মাগুরা নতুন বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা, একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড উদ্ধার হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলের্ যাব জানিয়েছে। গ্রেপ্তার ইদ্রিস ওই এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায়র্ যাব-৮ ও ৭ এর যৌথ অভিযানে নুরুল ইসলাম প্রকাশ ওরফে কানু মাঝি (৪৫) নামের ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার আকমল আলী ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কানু মাঝি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বেলায়েত হোসেন মাঝির ছেলে। মঙ্গলবার ভোলার্ যাব-৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। আসামির বিরুদ্ধে ২০১১ সালে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতি মামলা হয়। সাত বছর আগে আদালত সে মামলায় তাকে ২৫ বছরের সাজা দেন। পাবনা প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পৌরসভার নারী কাউন্সিলর শারমীন আক্তার সীমাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শারমীন আক্তার সীমা আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহলস্নার জিলস্নুর রহমানের মেয়ে এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর। আটঘরিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাম মোহাম্মদ জানান, গত রোববার গভীর রাতে রাজশাহীর বোয়ালিয়া থানার অন্তর্গত বালিয়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোমবার নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বড় শিমলা গ্রামের মৃত ইনছের আলীর ছেলে মো. সুইট (৩৫) ও শহিদ আলী(৩৮), মো. ভুট্টর ছেলে মো. দুলু (৩৫), মো. সুইট আলীর ছেলে সোহাগ আলী (২০) এবং শহিদ আলীর স্ত্রী মাসুদা বিবি (৩৮)।