ইটভাটায় প্রশাসনের অভিযান ভাটা মালিককে অর্থ-কারাদন্ড
প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ আইন অমান্য করার অপরাধে কয়েকজন ভাটা মালিককে অর্থ ও কারাদন্ড দেওয়া হয়। এদিকে, ঝিনাইদহের কালীগঞ্জে দুই দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানিয়েছেন, লক্ষ্ণীপুরের রামগতিতে চারটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত সোমবার জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং মীর মেজবাহীজ্জুলাম।
জানা গেছে, উপজেলার চর আলগী ইউনিয়নের আল-আমিন ট্রেড কর্পোরেশন, চররমিজ ইউনিয়নের মেসার্স শাওন সোহাগ ব্রিক্স ও মেসার্স জননী ব্রিক্স নামক ইটভাটা মালিককে দুই লাখ করে ছয় লাখ এবং চর পোড়াগাছা ইউনিয়নের মেসার্স আনোয়ারা ব্রিক্স ইটভাটা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নে সিংগুরিয়া এলাকা পরিবেশের অদিদপ্তরের ছাড়পত্র বিহীন, লাইসেন্স না থাকা অবৈধ ৫টি ইটভাটাকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ জেলা অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহী সুমী। এ সময় এমএসটি ব্রিকস ফিল্ডের ৩০হাজার কাঁচা ইট ধ্বংস এবং চিমনী ভেঙে ফেলা হয়। গত সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাকৃত ভাটাগুলো হলো- মেসার্স সুজন ব্রিকস ফিল্ড ৬লাখ টাকা, মেসার্স সিয়াম ব্রিকস ফিল্ড ৬লাখ, স্বর্ণা ব্রিকস ৬লাখ, বিশাল ব্রিকস ৬লাখ ও মেসার্স এমএসটি ব্রিকসকে ৩লাক টাকা জরিমানা করা হয়।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাটি কাটায় জড়িত দুইজনকে এক মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। সোমবার রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম কচুজুম এলাকায় এ অভিযান চালান এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী। অভিযুক্ত মো. ইয়াছিন, এহসান উলস্নাহ, হাফিজুর রহমানকে এক লাখ করে তিন লাখ টাকা জরিমানা ও অভিযুক্ত অপর দুইজন মো. আজিজ ও ফজল করিমকে একমাস করে সশ্রম কারাদন্ড দেন।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭টি স্পটে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর বিশেষ ধরনের ৫৪টি চুলস্নী অভিযান চালিয়ে ভাংচুর করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার ইউএনও ইসাহাক আলীর নির্দেশে এসি ল্যান্ড মনোরঞ্জন বর্মণ এ অভিযান চালান। সাঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিকর অনুমোদনহীন, অবৈধ চুলস্নীগুলো উচ্ছেদ করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে দুটি দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ উপস্থিত ছিলেন।
নিশাত মেহের জানান, অপচিকিৎসার অভিযোগে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালান। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।