সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
প্রশিক্ষণ কর্মশালা ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাটের উন্নয়ন ও পাট চাষ সম্প্রসারণের লক্ষ্যে আটঘরিয়ার ১৫০ জন পাট চাষিকে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পলস্নী উন্নয়ন অফিসারের কার্যালয় কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম এবং প্রধান অতিথি থাকেন উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার ড. জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি থাকেন আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফসহ অন্যরা। ওপেন হাউস ডে ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হাইওয়ে থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না হাইওয়ে রিজিয়নের এডিশনাল এসপি শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবে সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জিলস্নু, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী। এ সময় বক্তব্য রাখেন পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ শেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই- দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন। আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। বার্ষিক উরস ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মতিউর রহমান শাহ (রহ.)-এর ৬০তম বার্ষিক উরস শরিফ অনুষ্ঠিত হয়েছে। রোববাব মহাসমারোহে নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ মতি ভান্ডার মাজার শরিফ প্রাঙ্গণে উরস উপলক্ষে আওলাদ গণের পক্ষে মাওলানা আবুল ফয়েজ শাহ পরিবার, ডা. আবুল কাসেম মিয়ার পরিবার, এম লতিফ মিয়ার পরিবার, মোহাম্মদ হারুণ শাহ পরিবার এবং বিএনপি নেতা সরোয়ার আলমগীর পৃথক পৃথকভাবে তাদের এন্তেজামেয়া কমিটি বিভিন্ন উরস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে কোরআন খতম, গাউছিয়া খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরি মোনাজাত, তোবারক বিতরণ ইত্যাদি। নতুন কমিটি ম বুটেক্স প্রতিনিধি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্যতম ক্লাব বুটেক্স ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান। রোববার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ সালের জন্য সহকারী অধ্যাপক ড. আব্বাস উদ্দিন শায়েক এ কমিটি ঘোষণা করেন। অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তাসনিমুল হাসান নিহাদ এবং সহ-সভাপতি জুয়েল রানা রেজা, কাওসার আনসারি, শাফি আহমেদ, আজিজুল ইসলাম রাহাত, মাহাতির মোহাম্মদ ফারিয়াজ, ফাহাদ শাহরিয়ার, দীপ্ত, ইরফান নাজিব, মহিন হোসাইন এবং আবিদ এসানুলের নাম ঘোষণা করা হয়। সচেতনমূলক সেমিনার ম কয়রা (খুলনা) প্রতিনিধি সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ ও সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প আয়োজন করে বাঘ সংরক্ষণে জনসচেতনতামূলক সেমিনার। সোমবার সকাল ১০টায় দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. টিপু সুলতান ও প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় সংসদ সদস্য প্রয়াত শামসুল আলম প্রামাণিকের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে এসব শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হয়। রোববার বিকালে কুসুম্বা ইউনিয়ন পরিষদের মহিলা ইউ'পি সদস্য সাবানা খাতুনের বাড়িতে মান্দা উপজেলা কৃষকদল কর্তৃক কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের ওয়ার্ড সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও মান্দা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব আলী'র সঞ্চালনায় প্রধান অতিথি থাকেন মান্দা উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান। কমিটির চেয়ারম্যান ম পাবনা প্রতিনিধি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মো. আলী মুর্তজা বিশ্বাস সনি দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ল্যান্ডপোর্ট, বর্ডারট্রেড, ট্রানজিট এবং ট্রান্সসিপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এফবিসিসিআইর সাধারণ সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়। এদিকে আলী মুর্তজা বিশ্বাস সনি এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন চৌধুরীসহ সব পরিচালক ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সচেতনমূলক প্রশিক্ষণ ম মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরায় কিশোরীদের মধ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) অধীনে উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ডের আয়োজন স্কুল পড়ুয়া কিশোরীদের রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মনপুরা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান তানিম ও উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া। প্রশিক্ষণ শেষে স্কুলের একশ' দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই-খাতা বিতরণ করা হয়। চোরাই গরু উদ্ধার ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে চোরকে জিজ্ঞাসাবাদে চোরের কাছ থেকে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান। এ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫) ও ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২)। সোমবার উপজেলার চৌরিগাছা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতভর অভিযান চালিয়ে গরু চুরির সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩টি দেশি গরু উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মিটআপ অনুষ্ঠিত ম গাইবান্ধা প্রতিনিধি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার স্থানীয় রেস্তোরাঁ সমিতি মিলনায়তনে এক মিটআপ অনুষ্ঠিত হয়। মিটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান। নাসিব গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাসিব জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী মো. জানে আলম সোহেল, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. আল আমীন রুহুল প্রমুখ। নবজাতক উদ্ধার ম আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকালে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ দিখে বছিরা নদীর তীরে শিশুর কান্না শুনে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ সেখানে গিয়ে একটি নবজাতককে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় দয়াল মিয়ার মেয়ে আলফিনা বেগমের জিম্মায় দেওয়া হয়। আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, একদিনের শিশু বাচ্চাটিকে স্থানীয় নিসন্তান এক নারীর জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তরকে অবগত করা হয়েছে। আইনগত যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করতেছি। ওসির যোগদান ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি রেলওয়ে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর সাকিউল আজম। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ২৯ জানুয়ারি তিনি পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে যোগদান করেন। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় ওসির শূন্য পদে সাকিউল আজম ওসি হিসেবে যোগদান করেন। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোবারক আলী পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে ইন্সপেক্টর সাকিউল আজমের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ষিক ক্রীড়া ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ৩ দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেণ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় পরিচালক এএসএম আব্দুল হক। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ খসরু আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুননেছা, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শহিদুল ইসলাম সোহেল। শ্যালো মেশিন চুরি ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর রাণীনগরে ধানের মাঠ থেকে একই রাতে কৃষকের দুটি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীররাতে উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের পশ্চিম মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে। স্থল গ্রামের ইব্রাহিম আলীর ছেলে কৃষক হাফিজুর রহমান ও একই গ্রামের জামেদ আলীর ছেলে বাচ্চুর একই রাতে দুটি শ্যালোমেশিন চুরির করে নিয়ে যায়। বাচ্চু বলেন, মেশিন চুরি করে পালানোর সময় পার্শ্ববর্তী গভীর নলকূপের পাহারাদার দেখতে পেয়ে আমাদের জানালে গ্রামের লোকজনসহ ছুটে গিয়ে চোরদের ধরতে পারিনি। তারা পিকআপ গাড়িতে করে নিয়ে পালিয়ে গেছে। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, বিষয়টি এখনো কেউ জানায়নি বা কোনো অভিযোগ করেনি। তারপরও ঘটনাটি ক্ষতিয়ে দেখা হবে। ক্রীড়াসামগ্রী বিতরণ ম হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। সোমবার সকালে হাইমচর উপজেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফা কামাল, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুর রহমান বাবুল, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, কাটাখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শরীফ হোসেন, মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপস্নব কুমার প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়ার মায়ের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্যপরিষদের নেতারা। সোমবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের মুইগ্যারহাট শশ্মানে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় সংগঠনের সভাপতি শ্যামল নাথ, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, নির্বাহী সদস্য আসলাম পারভেজ, সাংবাদিক উজ্জ্বল নাথ, জাহেদুল আলম, সুমন পলস্নব, আবুল মনছুর, রিমন মুহুরী, আবু মো. নোমান, মো. ওসমান গণি, এইচএম এরশাদ, সাহাবুদ্দীন সাইফ, আব্দুলস্নাহ আল মামুন ছিলেন।