রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্যর্ যালি -যাযাদি

'গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবারর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

রাজশাহী অফিস ও রাবি প্রতিনিধি জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালি শেষে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক এবং লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আরও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. সেলিম হোসেন। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহাবুবুল আলম।

পবিপ্রবি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিতা কেটে এর উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ডিজিটাল রিসোর্স অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গ্রন্থাগারিক পঙ্কজ কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত, মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, আন্তর্জাতিক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী প্রফেসর ড. নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান, জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সাংবাদিক আবু বকর সিদ্দিকসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে