রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
টাঙ্গাইলে তিনজনসহ তিন জেলার সড়কে আরও ৫ মৃতু্য

ইজতেমা শেষে বাড়ি ফেরা হলো না ভালুকার দুই মাদ্রাসা ছাত্রের

স্বদেশ ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইজতেমা শেষে বাড়ি ফেরা হলো না ভালুকার দুই মাদ্রাসা ছাত্রের

ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভালুকার দুইজন মাদ্রাসা ছাত্রের মৃতু্য হয়েছে। আহত হয়েছে ৯ জন। এদিকে, টাঙ্গাইলে তিনজনসহ বাগেরহাট ও মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কে ঝরল আরও পাঁচ প্রাণ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, টঙ্গীর ইজতেমা শেষে ময়মনসিংহের ভালুকায় বাড়ি ফেরার পথে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ৯ জন মাদ্রাসার ছাত্র আহত হয়েছে। গত রোববার রাত ১১টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালী বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই উপজেলা খারুয়ালী গ্রামে আলহাজ্ব হাতেম আলী খান পরিচালিত জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র। তারা বিশ্ব ইজতেমায় গিয়েছিল। আখেরি মোনাজাত শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, নিহত দুইজন নাঈম (১৬) ও সানাইলস্নাহ সজল (১৭)।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্যা এলাকার গত রোববার রাতে ফোর ব্রাদার্স ফিলিং পেট্রোল পাম্পের সামনে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- সিরাজগঞ্জ জেলার আবু সাইদ (৫৪) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জামিরুল (৫০)। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ড্রামট্রাকের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর রবিউল আওয়াল জানান, মহাসড়কে বাসাইলের গুল্যা পেট্রোল পাম্পের সামনে একটি কাভার্ডভ্যানের পেছন থেকে একটি প্রাইভেটকার ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই আবু সাইদ ও জামিরুল নিহত হন। নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, টাঙ্গাইলের ধনবাড়ীতে বেপরোয়া গতির একটি ড্রামট্রাকের চাপায় রোববার ধনবাড়ী বাসস্ট্যান্ডে সার্থক রায় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহত কলেজছাত্র ধনবাড়ী পৌরসভার চালাষ ভদ্রবাড়ী এলাকার কমল রায়ের ছেলে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রাস্তায় বাসের ধাক্কায় ঝরল মোটর সাইকেল আরোহী এক নারীর প্রাণ। এ সময় মোটর সাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। নিহত মায়া রানী হালদার (৫৮) সদর উপজেলার বেমরতা খাড়াসম্বল গ্রামের অসীম হালদারের স্ত্রী। দুর্ঘটনায় আহত হন নিহত মায়া রানীর ছেলে অপূর্ব হালদার (৩৫) ও প্রতিবেশী প্রানেশ হালদার (৩২)। গত রোববার বিকালে এ ঘটনার পর আহত দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে ঘাতক ট্রাক স্বর্ণা আক্তার (১৭) নামের এক ছাত্রীর প্রাণ কেড়ে নিয়েছে। নিহত স্বর্ণা ঢাকা দোহার পদ্মা কলেজ ছাত্রী। সোমবার সকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটর সাইকেলে চড়ে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রম্নত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজ ছাত্রী মোটর সাইকেল থেকে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলে তার মৃতু্য হয়।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে