রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
সান্তাহারে ৫ মাদকসেবীর জেল-জরিমানা

সদরপুরে জাটকা শিকার :১০ জেলের জরিমানা, দুইজনের কারাদন্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সদরপুরে জাটকা শিকার :১০ জেলের জরিমানা, দুইজনের কারাদন্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করায় ১২ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে ১০ জেলেকে এক হাজার টাকা করে জরিমানা ও দুই জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানাকৃত জেলেরা হলেন- সাম বিশ্বাস, মধু বিশ্বাস, কালিপদ, বিদু্যৎ বিশ্বাস, বাবেল, মিজান বিশ্বাস, পবিত্র, চিরঞ্জিত সরকার, কৃষ্ণ বিশ্বাস, নিমাই সরকার। মহাজন গৌরঙ্গ সরকার ও সুশান্ত সরকারকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসব জেলের বাড়ি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। গত রোববার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পাঁচজন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এ রায় দেন।

জানা যায়, গত রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৌরসভা বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে পাঁচজন মাদকসেবীকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার কাদোয়া দেবুপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে নাহিদ হাসান (২৪), একই এলাকার মিজানুর রহমানের ছেলে রাসেল রানাকে (২৫) ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, নতুন শাহপুর গ্রামের দুলাল মন্ডলের ছেলে মানিক হোসেনকে (৩২) ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১৭০ টাকা জরিমানা, দোগাছী গ্রামের ফজলুর রহমানের ছেলে খুকুকে (৪৬) এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনির মঈনুদ্দিন খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩২) ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে