সোনাতলায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, পাঠদান ব্যাহত

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বিদ্যালয়ের মাঠে পানি। ঝড়-বৃষ্টির মৌসুম না হলেও জলাবদ্ধাতার কবলে বিদ্যালয়টি। জলাবদ্ধতার কারণ হিসেবে জানা যায়, নদী খনন কাজের স্তূপিকৃত বালুর চুয়ে পরা পানি থেকে এ জলাবদ্ধতার সৃষ্টি। এতে করে ব্যাহত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সরেজমিনে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় মাঠ ভর্তি পানি। মাঠ ভর্তি পানি থাকায় শিক্ষর্থীদের ক্লাসরুমে যেতে ও টিফিন চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের খেলাধুলা করতে চরম অসুবিধা হচ্ছে। শুধু তাই না। বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা এই পানির কারণে কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে গেছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শিক্ষার্থীর অভিভাবক গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, এখন যে পরিমাণ পানি দেখছেন তার আগে হাঁটুপানি ছিল। বিদ্যালয়ের মাঠে পানি থাকার কারণে নিচে কাদা হয়েছে। স্কুলের মাঠ পেরিয়ে ক্লাসরুমে যাতায়াত করতে কারও কারও পা ফসকে পড়ে গিয়ে পোশাক ও বইপত্র নষ্ট হতে পারে। এ কারণে বাচ্চারা স্কুলে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠগ্রহণে ব্যাঘাত ঘটছে। আমরা এর সমাধান দ্রম্নত চাই। নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, 'আমার স্কুলে ৪ জন শিক্ষক ও ১৬৯ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের মাঠে পানি থাকার কারণে সবারই অসুবিধা হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশেই কমে গেছে। বিষয়টি দ্রম্নত সমাধান করতে ও মাঠে বালু ভারাট করে উঁচু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তা এসি স্যার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারদের সঙ্গে কথা বলে আবেদন দিয়েছি।' উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন, বিষয়টি আমরা জানি। প্রধান শিক্ষা ইউএনও বরাবর আবেদন করেছে। পরে স্কুল কমিটি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা বলেন, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রম্নত সমাধান করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, আমরা কোনো আবেদন পাইনি।