মশুরীখোলা দরবার শরিফের ৭৭তম পবিত্র উরস মাহফিল ৬ ফেব্রম্নয়ারি শুরু
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আলহাজ হজরত মাওলানা সুফি শাহ্ মোহাম্মদ আব্দুল আজিজ 'হজরত কেবলা' (রহ.)-এর ৭৭তম পবিত্র উরস মাহফিল আগামী ৬, ৭, ৮, ও ৯ ফেব্রম্নয়ারি রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঢাকাস্থ নারিন্দা ও স্বামীবাগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ দিনব্যাপী কোরআন ও হাদিসের আলোকে আলোচনা ও মিলাদ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।
৮ ফেব্রম্নয়ারি বৃহস্পতিবার রাতে মোনাজাত পরিচালনা করবেন মশুরীখোলা দরবার শরিফের একমাত্র খেলাফতপ্রাপ্ত গদ্দিনিশিন ও সাজ্জাদানিশিন মোর্শেদে কামেল হজরত মাওলানা সুফি শাহ্ মোহাম্মদ ইমতিয়াজ 'হজরত ক্বেবলা' (মা: জি: আ:) সাবেক মোতাওয়ালিস্ন, হজরত শাহ্ আহসানউলস্নাহ (রহ.) ওয়াক্?ফ স্টেট, ই, সি, নং- ৭৫২৭/৭৫২৭-এ। তিনি সবাইকে ঢাকার ৪৭, ৪৭/১ নারিন্দা ও ৩১/বি/১ স্বামীবাগে অবস্থিত শাহ্ সাহেব বাড়িতে উরশ শরিফের মাহ্ফিলে যোগদানের আহ্বান জানিয়েছেন।
উলেস্নখ্য, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর বংশোদ্ভূত ৩৯তম পুরুষ ত্রয়োদশ শতাব্দীর মহান মুজাদ্দেদ মোর্শেদে কামেল হজরতুল আলস্নামা সুফি শাহ্ মোহাম্মদ আহসানউলস্নাহ 'হজরত ক্বেবলা' (রহ.)-এর প্রথম সাহেবজাদা খেলাফতপ্রাপ্ত মোর্শেদে কামেল আলহাজ হজরত মাওলানা সুফি শাহ্ মোহাম্মদ আব্দুল আজিজ 'হজরত ক্বেবলা' (রহ.)। সংবাদ বিজ্ঞপ্তি