ইউনাইটেড হেলথকেয়ারের বিশ্ব ক্যানসার দিবস উদযাপন

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইউনাইটেড হেলথকেয়ারের সহপ্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল, জামালপুরের এম এ রশিদ হসপিটাল এবং ধানমন্ডির মেডিক্সে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব ক্যানসার দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যানসার স্ক্রিনিংসহ মাস জুড়ে নানামুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে। ক্যানসার স্ক্রিনিং সাধারণ মানুষের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শুরুতেই ক্যানসার শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে। উলেস্নখ্য, শুরুতেই ক্যানসার শনাক্ত এবং সঠিক চিকিৎসায় প্রায় এক-তৃতীয়াংশ ক্যানসার নিরাময় সম্ভব। এই উদ্যোগটি সারাদেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হসপিটালের প্রতিশ্রম্নতির অংশ। ফ্রি ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রামে সবাই নিজ নিজ ক্যানসার বিষয়ক পারিবারিক ইতিহাস ও শারীরিক লক্ষণাদি পর্যালোচনা করে ক্যানসারের উপস্থিতি কিংবা সম্ভাবনা যাচাই করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি