এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা শনিবার এলজিইডি সদর দপ্তর কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এলকেএসএস লিমিটেডের সভাপতি মো. আলি আখতার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এলকেএসএস লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. নূর হোসেন হাওলাদার। সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম উদ্দিন মিয়া ১৯তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও ২০তম সভার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এলকেএসএসের সভাপতি মো. আলি আখতার হোসেন বলেন, আগামীতে এ সমিতিকে গতিশীল করতে সবার অংশগ্রহণের মাধ্যমে কিভাবে লাভজনক এবং জনকল্যাণমুখী করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে। এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেড শুরু থেকে এই সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিচালনা পর্ষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সমিতির বুনিয়াদ আজ সুসংহত। ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম উদ্দিন মিয়া ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। পরে তা সমিতির সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, এ, কে, আজাদ, মো. মতিয়ার রহমান, মো. আব্দুর রশিদ খান ও সেখ মোহাম্মদ মহসিন। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি