সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বিদায় ও নবীনবরণ \হধামইরহাট (নওগা) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। এ সময় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ইউ আর সি ইন্সট্রাক্টর সৈয়দা খুরশিদা পারভীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান হোসেন, এমএ মালেক, হরেন পহান। ভয়াবহ অগ্নিকান্ড \হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘিতে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। রোববার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের দীঘিপাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও সর্বস্ব পুড়ে যায়। জানা যায়, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের আমজাদ হোসেন ও দেলোয়ার হোসেন দুই ভাই পরিবার নিয়ে মাটির দেয়ালে টিনের ছাউনির ওই বাড়িতে থাকতেন। তারা সকালে কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে যান। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দিন জানান, বৈদু্যতিক সর্টশার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। প্রশিক্ষণ কর্মশালা ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শায় অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার? সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষ অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদারে সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, ডা. লক্ষীন্দার কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়াসহ প্রমুখ। সমিতির কমিটি গঠন ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলা দলিল লেখক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে ধুনট সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে ওহিদুল ইসলামকে সভাপতি, আসাদুজ্জামান স্বপনকে সাধারণ সম্পাদক, ফজলুল হক ও আকতার হোসেন সহ-সভাপতি, মিজানুর রহমান মজনু, আব্দুল মান্নান ও এনামুল বারী যুগ্ম সাধারণ সম্পাদক, মাইদুল হাসান বিটল ও আলী আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগুনে পুড়ে মৃতু্য ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঘরে থাকা বিদু্যতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে রোববার ভোরে এক বৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃতু্য ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোজাম প্রামাণিক (৬৫) সে, সোনামুখী ইউনিয়নের রশিক পুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে কাজিপুর ফায়ার সর্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, বৃদ্ধ ব্যক্তি বিভিন্ন জনের থেকে সহযোগিতা নিয়ে চলত। ওনার স্ত্রী অনেক আগে মারা গেছেন, ছেলেমেয়ে জীবিকার তাগিতে ঢাকায় থাকেন। কাজিপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা আলতাব হোনেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুব বাজেভাবে পোড়া বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। বকনাবাছুর বিতরণ ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পদ্মা নদী অধু্যষিত উপজেলার ৩২ মৎস্য জীবীকে লটারি করে একটি করে বকনাবাছুর প্রদান করেন প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফামুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক পৌর মেয়র শেখ নিজাম। পিঠা উৎসব ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি 'পিঠা খাব, হারিয়ে যাওয়া পিঠা চিনব' এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সেনবাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ও সেনবাগ রেসিডেন্সিয়াল আলিম মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। রোববার মাদ্রাসার হলরুমে হরেক রকমের পিঠা নিয়ে উৎসবমুখর পরিবেশে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা এমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সেনবাগ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক রোকনুদ্দিন, মাওলানা সাংবাদিক জাহাঙ্গীর আলম পাটোয়ারী, মাওলানা মোয়াজ্জেম বিন মোশাররফসহ প্রতিষ্ঠানের সব শিক্ষক, অভিভাবকরা।