সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
পিঠা উৎসব \হফেনী প্রতিনিধি ফেনীতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের দুই দিনব্যাপী পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। স্টার লাইন গ্রম্নপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামিম, শিক্ষানুরাগী ফারাহ দিবা ও উখিং মারমা, স্থানীয় শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী। ওয়াজ মাহফিল \হপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরের সিংগীমারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ শয়ারপুকুর সিংগীমারী ধোদারপাড়া জামে মসজিদ উন্নয়নে দিনব্যাপী বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে মাহফিলের প্রধান বক্তা লন্ডনের ইস্টবেঙ্গল জামে মসজিদের খতিব আলস্নামা তারেক মানোয়ার পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শারীরিক ভাবে অসুস্থ হাফিজুল ইসলাম প্রমাণিকের সুস্থতার জন্য দোয়া করেন। দ্বিতীয় বক্তা চিরিরবন্দরের আয়েশা সিদ্দিকাহ মডেল মাদরাসা পরিচারক আমিনুল ইসলাম আমিন ও সিংগীমারী ধোদারপাড়ার আলস্নাহ হাফেজ হযরত মাওলানা মো. হাবিবুলস্নাহ হেছাব তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ক্রীড়া প্রতিযোগিতা ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণবরণ ও তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছেন। রোববার সকালে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন। টুর্নামেন্ট উদ্বোধন ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রথমবারের মতো শাহ জব্বারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চট্টগ্রামের পটিয়ায় মুক্তিযোদ্ধা মাস্টার সামশুল আলম শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন প্রধান অতিথি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। শুক্রবার রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের আলামদারপাড়া এলাকার বায়তুশ শরফ কমপেস্নক্স মাঠে চট্টগ্রাম সমিতি ঢাকা'র আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রাসেলের সভাপতিত্বে ও নিজাম আলামদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বায়তুশ শরফ কমপেস্নক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলামদার, যুবলীগ নেতা হাসান উলস্নাহ চৌধুরীসহ অন্যরা প্রশিক্ষণ কর্মশালা ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃতু্য নিবন্ধন আইন ও বিধি প্রয়োগবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার সমাপ্ত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের (যুগ্ম সচিব) মির্জা তারিক হিকমত। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ডক্টর আবু নছর মো. আব্দুলস্নাহ। এ সময় উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ছালেহ আহমদ, টেকনাফ সহকারী কমিশনার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোকতার আহমেদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ জনপ্রতিনিধ, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সমিতির নির্বাচন ম নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ সভাপতি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক আসলাম বেগ নির্বাচিত হয়েছেন। রোববার সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং সাংবাদিক মো. বদরুল আলম বিপুল। অধ্যাপক ডক্টর জান্নাতুল ফেরদৌস ফলাফল ঘোষণা করেন। মোট পাঁচটি পদে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোছা. জান্নাতী বেগম এবং দপ্তর ও প্রচার সম্পাদক এস এম মোজতাহীদ পস্নাবন নির্বাচিত হয়েছেন। মতবিনিময় সভা ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে পূর্ব খেজুর গাছিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম পরিদর্শন ও সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায়, সহবাস্তবায়নকারী সংস্থা এসডিএফ'র উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। টুর্নামেন্ট উদ্বোধন ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের রাউজানের হলদিয়ায় একেএম ফজলুল কবির চৌধুরী স্মৃতি রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৪ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাত আটটায় স্থানীয় আমীরহাট মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাউজানের সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম। টুর্নামেন্টের আয়োজক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনের সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন ইলিয়াছের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি জাহেদ হোসেন, স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, হাজী ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা এসএম বাবর, মাহবুবুল আলম, রুনু ভট্টচার্য্য প্রমুখ। শিক্ষকদের কর্মশালা ম মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে 'অ ঘবি অঢ়ঢ়ড়ৎধপয রহ ঞবধপযরহম-খবধৎহরহম ধঃ গইঝঞট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর মো. মাহবুবুল হক ও অতিরিক্ত পরিচালক ডক্টর সৈয়দ মহিবুল হোসেন। গণসংযোগ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি আসন্ন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী কোম্পানি কমান্ডার মুক্তার হোসেন গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। শনিবার সন্ধ্যায় রাতে উপজেলার চাঁদপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময়সহ বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিমিময় করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন। শীতার্তদের উপহার ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলা পরিষদের উদ্যোগে ২৫০ জন দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মাসুদা আক্তার ডেইজি, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল প্রমুখ। আর্থিক সহায়তা ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসুস্থ ব্যক্তিদের মাঝে চিকিৎসার ও দোকান ঘর তৈরি বাবদ সর্বমোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি) এ আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন করেন। নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন যাবৎ আর্থিক সংকটের ধরুন সুচিকিৎসার অভাব এবং বিভিন্ন সমস্যায় ভুগছে। বিষয়টি জানতে পেরে জোন কমান্ডার সহায়তা প্রদানের উদ্যোগ নেন। দুর্ধর্ষ চুরি ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি আটঘরিয়ার পুস্তিগাছা বাজারের রমিজ উদ্দিনের ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার শেষ রাতের দিকে চোর দোকানের তালা খুলে ওয়ার্কশপের প্রায় দুই লাখ টাকা মূল্যমানের মেশিন ট্রলিতে তুলে নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় বাজার কমিটির নেতারা চোর শনাক্ত করতে পেরেছে এবং ঘটনার সময় চোরকে স্থানীয় দুই একজনের সঙ্গে আলাপ করতেও দেখা গেছে। থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম জানান, বাজার কমিটির নেতাদের মতামত অনুযায়ী শনাক্তকৃত চোরকে আগে আটক করে পরে অন্যদেরও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।