আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. রোকছানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল আলীম, অধ্যক্ষ শরীফ আবু ইউসুফ, জেলা রোভার সম্পাদক ধীরেশ চক্রবর্ত্তী প্রমুখ।
পরে একই কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।