রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

যায়যায়দিনে নিউজ প্রকাশের জের চার দিনের মাথায় রক্ষা পেল হালদার ধসে পড়া বস্নক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
যায়যায়দিনে নিউজ প্রকাশের জের চার দিনের মাথায় রক্ষা পেল হালদার ধসে পড়া বস্নক

অবশেষে রক্ষা পেল দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা নদীর ধসে পড়া বস্নক। শনিবার পানি উন্নয়ন বোর্ড সারাদিন বিরতিহীনভাবে কাজের মাধ্যমে হালদার বস্নকগুলো রক্ষা করে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় হালদার পাড়।

গত ৩০ জানুয়ারি যায়যায়দিন পত্রিকায় 'হাটহাজারীতে ধসে পড়ছে হালদার বস্নক' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি কর্তৃপক্ষের নজরে আসায় চারদিনের মাথায় তা সংস্কারে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।

যায়যায়দিনকে ধন্যবাদ জানিয়ে হালদার কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, 'প্রতিবেদনটি না হলে হালদার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। প্রতিবেদনের কারণে দ্রম্নত কাজটি সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এ ধরনের প্রতিবেদনে দেশ জাতি উপকৃত হবে।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে