রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

গোপালগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে যুবক

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে যুবক

গোপালগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চোখ হারাতে বসেছে শিলন শেখ (২৫) নামের এক যুবক। আহতাবস্থায় তাকে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিনদাশপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিলন শেখ বলেন, 'খাগাইল গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে ওবায়দুল শেখের সঙ্গে আকরাম মৃধার দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলে দুইজনের সম্মতিতে সীমানা প্রাচীর তৈরির উদ্যোগ নেওয়া হয়। রোববার সকালে সীমানা প্রাচীর তৈরির করার জন্য শিলন শেখসহ কয়েকজন রাজমিস্ত্রি কাজ করতে আসে। এ সময় আকরাম মৃধার ছেলে আজিজ মৃধা বাধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে আহত শিলনের মামাকে মারতে গেলে সে ঠেকাতে যায়। এ সময় আজিজ মৃধা রাজমিস্ত্রি তার ডান চোখে চুরি দিয়ে আঘাত করে।'

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, 'ছুরিকাঘাতে ওই যুবকের চোখের কার্নিয়া ও টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে