ফতুলস্না ইউপির চেয়ারম্যান পদে উপ নির্বাচনে একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপ
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুলস্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃতু্যর পর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরপর সরকারি দলের একাধিক প্রার্থী এমপির আশীর্বাদ পেতে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। সম্ভাব্য যেসব চেয়ারম্যান পদে প্রার্থী দৌড়ঝাঁপ চালাচ্ছেন বেশির ভাগই অর্থশালী। তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তারা সবাই আশাবাদী এমপি শামীম ওসমানের সমর্থন পাবেন।
এদিকে ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃতু্যর পর চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। শূন্য ইউনিয়নের উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণার পর সরকারি দলের একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে এমপি শামীম ওসমানের আশীর্বাদ পেতে দৌড়ঝাঁপ করলেও ফতুলস্না ইউনিয়নবাসী স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের, জনবান্ধব এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন।
জানা গেছে, ফতুলস্না ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে ফতুলস্না থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুলস্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, ফতুলস্না থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুলস্না থানা ছাত্র লীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, যুবলীগ নেতা আজমত আলী।
ফতুলস্না ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুলস্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। আর তার মৃতু্যর পর ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ফরিদ আহমেদ লিটন বলেন, 'এমপি শামীম ওসমানের আশীর্বাদ এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও সব সময় জনগণের সেবাসহ এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করছি। আশা করছি জনগণ তাদের মূল্যবান ভোট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে।'
মীর সোহেল আলী বলেন, 'নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আমার রাজনৈতিক অভিভাবক। উনি চাইলে আমি নির্বাচন করব। অন্যথায় করব না। আমি জনগণের পাশে থাকতে চাই।'
আবু মোহাম্মদ শরীফুল হক বলেন, 'এমপি শামীম ওসমান আমার রাজনৈতিক অভিভাবক এবং তার দিকনির্দেশনায় রাজনৈতিক কর্মকান্ড করলেও জনগণের সেবা করতে সব সময় তাদের খোঁজখবর নিয়ে থাকি। চেয়ারম্যান হতে পারলে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।'
আজমত আলী বলেন, 'আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমপি শামীম ওসমান আমার রাজনৈতিক অভিভাবক। আমি তার আদর্শ নিয়ে রাজনীতি করে জনগণের সেবা করে আসছি। সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ হিসেবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের কাছে প্রত্যাশা রাখতেই পারি।'