বোয়ালমারীর বারাসিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বারাসিয়া নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে স্থানীয় কতিপয় প্রভাবশালী মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর অংশে বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ চাষ করছেন।
নিয়ম অনুসারে, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধানও রয়েছে।
সরেজমিন দেখা যায়, বারাসিয়া নদীর ওই স্থানের এক পাশে বোয়ালমারী সদর ইউনিয়ন, অপর পাশে ময়না ইউনিয়ন। নদীর ওই স্থানের দুই পাড়কে সংযুক্ত করে বাঁশ ও মশারির জালের সাহায্যে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। স্থানীয়রা জানান, ময়না ইউনিয়নের বান্দুগ্রামের সুমন বিশ্বাসসহ স্থানীয় প্রভাবশালী কিছু লোক নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। অনেক জেলেই নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে ক্ষোভ জানিয়েছেন।
আইন অমান্য করে নদীতে বাঁধ দেওয়া সঠিক কি-না জানতে চাইলে বাঁধ প্রদানকারী সুমন বিশ্বাস বলেন, 'একটি মিলের পানি ঠেকানোর জন্য নদীতে বাঁধ দিয়েছি। এখানে কিছু টাকা খরচ হয়েছে। তাই সেখানে কিছু সিলভার কার্প মাছ ছেড়েছি।'
নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীমউদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার চোখে পড়েনি। আমি ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য কর্মকর্তাকে বলব।