মৃতু্যর আগেই শতবর্ষী বৃদ্ধের কবরস্থানে বসবাস

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামের শত বছর বয়সি বৃদ্ধ মোহাম্মদ আলী। মৃতু্যর আগেই নিজে নিজের কবরস্থান তৈরি করে সেখানে বসবাস করছেন তিনি। তার ইচ্ছে মৃতু্যর পর এখানেই যেন তাকে দাফন করা হয়। রোববার সারেজমিনে দেখা যায়, বাড়ির সামনে একটি ছোট মাজার তৈরি করে সেখানেই বসবাস করছেন ওই বৃদ্ধ। সংসার ত্যাগী হয়ে গত তিন দিন ধরে বসবাস শুরু করেছেন তিনি। মোহাম্মদ আলীর এ কান্ড নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে। জানা যায়, তিনি ৭০ বছর আগে গাজীপুরের চাঁনপুরের আব্দুস সামাদ খন্দকার চাঁনপুরি নামের এক পীরের কাছে মুরিদ হয়েছিলেন। পীরের আদেশেই তিনি মৃতু্যর আগে কবরস্থান নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, 'মাজার তৈরি করে তিনি সেখানেই বসবাস করছেন। এক পীরের মুরিদ হয়ে এখানে মাজারটি তৈরি করেছেন।' মোহাম্মদ আলী দয়াল বলেন, 'মৃতু্যর পর আমাকে এই ঘরেই যেন দাফন করা হয়। আমার পীর সাহেবই আমাকে মাজার তৈরি করতে বলেছেন। জীবিত থাকা অবস্থায় তাই নিজেই নিজের কবরস্থান নির্মাণ করে রেখেছি।'