প্রধানমন্ত্রী শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন -কেসিসি মেয়র
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
খুলনা অফিস
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে কর্মরত শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।' দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি শ্রমিকদের যে কোনো সমস্যা দ্রম্নত সমাধানে সব শ্রম সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
শনিবার নগরীর খানজাহান আলী থানাধীন হাউজিং এস্টেট আবাসিক প্রকল্প প্রাঙ্গণে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মীর মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও মোংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন প্রমুখ।