রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

সরাইলে সন্ত্রাসীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সরাইলে সন্ত্রাসীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুরুতর আহত সাইফ উদ্দিন সুমন। রোববার সরাইল উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য দেন সুমন।

তিনি বলেন, 'আমি ফ্রান্সের প্রবাসী। ফান্স থেকে গত ৬ মাস আগে ছুটিতে দেশে এসে শ্বশুরবাড়ি সরাইল সদরের ছোট দেওয়ানপাড়া শ্বশুর মানিক মিয়ার বাড়িতে অবস্থান করি। আমার শ্বশুর মানিক মিয়া ও তার আপন ছোট ভাই আইয়ুব মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান।

গত ১ ডিসেম্বর ২০২৩ বাজারের দিকে যাওয়ার সময় আইয়ুব মিয়া প্রায় ১৫ জন লোক নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে মারাত্মক আঘাত করে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বাড়িতে পুনরায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা করে। বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং রাস্তা অবরোধ করে রাখে। এতে আমার স্ত্রী শিউলী আক্তার আহত হয়। এসব ঘটনার প্রতিবাদ করি এবং সুবিচারের প্রার্থনা জানাই।'

এ বিষয়ে সরাইল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে