রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

রাস্তার পাশে ময়লার ভাগাড়ে পড়েছিল নবজাতকটি!

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাস্তার পাশে ময়লার ভাগাড়ে পড়েছিল নবজাতকটি!

কুমিলস্না তিতাসের উত্তর আকালিয়া গ্রামের তিন বন্ধু সাব্বির, ফয়সাল ও সজিব। শনিবার সন্ধ্যা ৭টায় বাতাকান্দি বাজার থেকে নিজ গ্রাম উত্তর আকালিয়াতে যাচ্ছিলেন। গৌরীপুর-হোমনা সড়ক থেকে কিছু দূর গেলেই বাজারের ময়লার ভাগাড়। ভাগাড় সংলগ্ন উত্তর আকালিয়া সেতু। কথা বন্ধ করে মুখ ও নাক চেপে সেতুতে উঠছিলেন তারা। সেই সময় ময়লার ভাগাড় থেকে ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। থমকে দাঁড়ান তিন বন্ধু। ময়লার স্তূপে কাঁথা দিয়ে মোড়ানো একটি ছোট্ট শিশুর দিকে তাদের দৃষ্টিগোচর হয়। সাহস করে এগিয়ে গিয়ে দেখেন শিশুটি কান্না করছে। কাঁথা মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাব্বির তার বাড়িতে নিয়ে যান।

কালক্ষেপণ না করে বিষয়টি সাব্বির তিতাস থানার ওসি ও সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকারকে জানান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়। সমাজসেবা অফিসার তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বিষয়টি নিয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকে শিশুটিকে নিতে ইচ্ছা পোষণ করে পোস্ট দিচ্ছেন। আবার অনেকে এহেন কাজের জন্য ধিক্কার জানাচ্ছেন।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ সংক্রান্ত একটি জিডি করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান জানান, কুড়িয়ে পাওয়া শিশুটি কন্যা শিশু। ভূমিষ্ঠ হওয়ার পর কে বা কারা ময়লার ভাগাড়ে ফেলে যায়। বর্তমানে শিশুটি সুস্থ অবস্থায় আয়েশা বেগমের তত্ত্বাবধানে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, রোববার সকালে উত্তর আকালিয়া আয়েশা বেগমের বাড়িতে শিশুটিকে দেখতে গিয়েছিলাম। বিকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি মিটিং ডাকা হয়েছে। শিশুটিকে যারা নিতে ইচ্ছুক তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সভার সবার সিদ্ধান্ত মোতাবেক আবেদনকারী যেকোনো একজনের কাছে শিশুটির দায়িত্ব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে