অগ্নিকান্ডে গফরগাঁওয়ে চারটি দোকান পুড়ে ছাই

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ১২টার দিকে পৌর এলাকার মধ্যবাজারে আলতাফ হোসেন গোলন্দাজ কাঁচাবাজার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আলতাফ হোসেন গোলন্দাজ কাঁচাবাজার মার্কেটের ব্যবসায়ীরা জানান, 'রাত ১২টায় মার্কেটের মালেক স্টোর থেকে প্রথমে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই ওই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালেক স্টোর, সজিব স্টোর, রিয়াজ উদ্দিন স্টোর ও মাসুদ বেপারী স্টোরের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রশাদ পাল বলেন, খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে মোট চারটি দোকান পুড়ে যায়।