রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে হুইপ নজরুল ইসলাম বাবুকে গার্ড অব অনার প্রদান

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুকে গার্ড অব অনার দেওয়া হয় -যাযাদি

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবুর হুইপ হওয়ার পর প্রথমবারের মতো আড়াইহাজারে আগমনে এলাকাবাসী ও সরকার দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীরা হুইপের আগমনে আনন্দ উলস্নাসে মেতে ওঠেন। বরণ করে নেন প্রিয় নেতাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

গত দুই থেকে তিন দিন ধরেই শোনা যাচ্ছিল নজরুল ইসলাম বাবু সরকারি প্রটোকল অনুযায়ী নিজ এলাকায় আসবেন। হুইপ হওয়ার পর তাকে নির্ধারিত নিয়ম মেনে সব কিছু করতে হচ্ছে। তাই শুধু এমপি থাকা অবস্থায় যখন-তখন এলাকায় যাতায়াত করে থাকলেও এখন আর সেভাবে তা পারা যাচ্ছে না। তাকে সরকারি ও তার দায়িত্ব অনুযায়ী নিয়ম মেনে সবকিছু করতে হচ্ছে।

সে অনুযায়ী তিনি হুইপ হওয়ার পর আর নিজ এলাকায় আসেননি। রোববার তিনি সব নিয়ম মেনে নিজ এলাকার নেতা-কর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। হুইপের আগমন উপলক্ষে রূপগঞ্জের সীমানা থেকে আড়াইহাজার পর্যন্ত ভুলতা-আড়াইহাজার সড়কের প্রায় ৮০টি স্থানে তার ছবি সংবলিত তোড়ন নির্মাণ করেন নেতা-কর্মীরা। হুইপের আগমনে রোববার সকাল ১১টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে রূপগঞ্জের সীমানা ভুলতা আড়াইহাজার সড়কের ডহরগাঁও এলাকা থেকে তাকে রিসিভ করেন।

এরপর দুপুরের দিকে তিনি আড়াইহাজার ডাকবাংলায় আগমন করেন। এখানে তাকে বাদ্য বাজিয়ে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করে বরণ করে নেন নেতা-কর্মীরা। হুইপকে গার্ড অব অনার প্রদান করার পর তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে