টঙ্গীতে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই মুসলিস্ন নিহত

কিশোরগঞ্জে লরির ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরে টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে লরির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে টঙ্গীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। হতাহতরা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন?্য টঙ্গী ইজতেমা মাঠের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন। রোববার সকাল পৌনে সাতটার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান (৪৫), বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, 'পুবাইল থেকে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে টঙ্গী ইজতেমাগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।' কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে লরির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও ব্যাপারীপাড়া গ্রামের আক্তার হোসেন (৩৩) ও তার শিশুপুত্র আকসার হোসেন (৬)। জানা গেছে, তারা উপজেলা সদরের বাজার থেকে অটোরিকশায় চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে বাবা-ছেলে রাস্তার ওপর পড়ে যায়। পরে তাদের দ্রম্নত উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃতু্য ঘটে। কুলিয়ারচর থানার ওসি সারওয়ার জাহান বলেন, 'নিহতদের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃতু্য মামলা রুজু করা হয়েছে।' ঘাতক লরিটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।