কেরানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
ধর্ষণ মামলার আসামিসহ চার জেলায় ৬ জন গ্রেপ্তার
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
রাজধানীর কেরানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব। এছাড়াও ধর্ষণ মামলার আসামি ও মাদক কারবারিসহ চার জেলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, রাজধানীর কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব-১০। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলস্নাহপুর এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে মাধ্যমের্ যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলো আনোয়ার হোসেন (৪৫), মাহমুদুল হাসান (৩১), হিরা রহমান বিজয় (২০), খোকন মাল (৩৩), জুয়েল (২৭), সাগর (২৬) ও ফয়সাল আহম্মেদ রাসেল (২৫)।
গ্রেপ্তারের সময় একটি প্রাইভেটকার, একটি পিকআপ, তিনটি ছুড়ি, একটি ডেগার, একটি লোহার রড, একটি পস্নাস্টিকের পাইপ, একটি কাঠের লাঠি, দু'টি রশি উদ্ধার করা হয়।
ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকা-মাওয়া মহাসড়কসহ ঢাকার বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বাসে ডাকাতি, দোকান, গোডাউন ও বাসাবাড়ির তালা কেটে ডাকাতি করেন। তাদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপালে দেশীয় তৈরী ওয়ান শুটার গানসহ সোলাইমান মোলস্না (৪৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছের্ যাব। রোববার খুলনার্ যাব-৬ এর মিডিয়া সেল থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার সোলায়মান উপজেলার সদর ইউনিয়নের চিত্রা গ্রামের দাউদ মোলস্নার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতের্ যাব-৬ এর একটি দল এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, র্'যাব সদস্যরা সোলাইমান মোলস্নাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের্ যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।'
বাগেরহাট প্রতিনিধি আরও জানান, ঢাকার সাভারে নৌকায় তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের প্রধান আসামি মোসলেম মোলস্নাকে (৪৪) বাগেরহাটের শরণখোলা থেকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবার রাতে শরণখোলার রায়েন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোসলেম মোলস্না ঢাকা সাভারের দেওয়ান বাড়ি এলাকার বাসিন্দা।
র্
যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে খুর দিয়ে দুই যুবককে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারদের দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো মারুফ (২০) ও রাব্বি (১৯)।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা দু'জনকে গ্রেপ্তার করেছি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ৬০০ পিচ এ্যাম্পল ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার কাজিহাল ইউনিয়ন কার্যালয়ের সন্নিকটে ভারতীয় সীমান্তঘেষা আমড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে রাজু আহম্মেদ (৩১) ও হাফিজুর রহমানের ছেলে খালিদ হাসান নিশাদ (২২)।
এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন