রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কুমিলস্নায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুমিলস্নায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিলস্নায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশের কয়েকটি টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। শনিবার দুপুরে কুমিলস্না পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ঈগল গ্রম্নপ ও রতন গ্রম্নপের সদস্যরা নিজেদের মধ্যে ছেনি ও ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগরীর ছোটরা এলাকার স্কুলের পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে- শাওন হোসেন, সাইমন আহমেদ, মো. শাওন, বাদল হোসেন, প্রমিজ সরকার শান্ত, মেহেদী হাসান, মো. সাকিব, ফাহিম হোসেন, আরিফ হোসেন, মো. সামবীর, আকিব হোসেন, ফরহাদুজ্জামান পিয়াস, আশরাফুল ইসলাম নিলয়, কাইয়ুম হোসেন, আতিকুর রহমান ও বর্ষণ রায় জয়।

পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে ছেনি ও ছুরিসহ ১০টি দেশীয় অস্ত্র ও ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে এবং থানায় পৃথক ৪টি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়েছে।'

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, ওসি কোতোয়ালি ফিরোজ হোসেন, জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া, কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাস গুপ্তসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে