মেলার উদ্বোধন
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গণে শুক্রবার ১০ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক শাহেদ পারভেজ। জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ডক্টর মো. আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন প্রমুখ।
বৃত্তি প্রদান
ম ফেনী প্রতিনিধি
দাগনভুইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীতক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বৃত্তি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, দাগনভুইয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোলস্না, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা ও ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার।
মেডিকেল ক্যাম্পেইন
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাস কর্তৃক প্রায় ৩০০ বিভিন্ন বয়সি রোগীর মধ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলার কবাখালি ইউপির পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে. কর্নেল মাহফুজ মান্নান সুমন। এ সময় মেজর আব্দুলস্নাহ আল মামুন, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন রিফাত জামিল, ক্যাপ্টেন আব্দুলস্নাহ হীল মাফি উপস্থিত ছিলেন।
হাসপাতাল উদ্বোধন
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় 'লাইফ কেয়ার' নামে একটি প্রাইভেট হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকালে এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ডা. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান মামুন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ডা. নুরুল হক, কুলাউড়া স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ।
স্মার্ট কার্ড বিতরণ
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
সারাদেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ায় এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। শুক্রবার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দে'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংঠন যুবদল, ছাত্রদলসহ কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিএনপির সাবেক ছাত্র নেতা শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় উপজেলা পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সাবেক পৌর মেয়র মনজুরুল হক মন্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাসহ উপজেলা-ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল প্রদান
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অর্থায়নে ও এসবি রক্তদান সংগঠনের সহযোগিতায় ২০০ জন অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের কোয়ার্টার প্রাঙ্গণে দরিদ্র নারী-পুরুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. কাজল মিয়া, অ্যাডভোকেট আহাদ, এসবি রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সদস্য রিজন, সুশান্ত, মামুনসহ আরও অনেকে।
পাঠক সমাবেশ
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিতভাবে সাপ্তাহিক পাঠক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এলাকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের বই পড়ার ব্যবস্থা করা হয়। সমিতির সভাপতি সুধাংশু শেখর সদাই বলেন বর্তমানে নিয়মিতভাবে ৩০-৩৫ জন শিক্ষার্থী প্রতি সপ্তাহে দুই দিন এসে সংগঠনের গ্রন্থাগার থেকে তাদের পছন্দমতো বই পড়ছে।
রজতজয়ন্তী
ম নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের ছোটগোলস্না কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের রজতজয়ন্তী উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপিত হয়েছে। শনিবার সকালে ছোট গোলস্না সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ক্লাবের মাঠে ক্রেডিট ইউনিয়নের সভাপতি শ্যামল ফ্রান্সিস রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি'ক্রুজ। এসময় উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ডিরেক্টর ইম্মানুয়েল বাপ্পি মন্ডল, মি. ইগনেসিউস হেমন্ত, ডা. নোয়েল চার্লস গমেজ, ফাদার অমল ডি'ক্রুজ, ফাদার বিমল রোজারিও, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় কমিউনিটি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কমিউনিটি ক্লিনিকগুলো সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড'র সহযোগিতায় প্রথম থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো। শনিবার সকাল ১০টা থেকে উপজেলার সখিপুরে বেসরকারি সংস্থা আশার আলো'র কার্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন আশার আলো'র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মো. মোস্তফা কামাল, মো. ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক আব্দুল আজিজ ও সংগঠনটির হিসাবরক্ষক মো. ফজলুল হক প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যবসায়ী সমিতির পুনর্গঠন কমিটির উদ্যোগে উপদেষ্টা সহকারী অধ্যাপক শেখ সাবির আলীকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জারজিজ আহম্মেদ এবং সহকারী অধ্যাপক মুশফিকুর রহমানকে সদস্য করে তিন সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ পারভেজের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ ব্যবসায়ীরা।
শপথ গ্রহণ অনুষ্ঠান
ম গাইবান্ধা প্রতিনিধি
পস্ন্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেনিক আইডিইবি'র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জানে আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান। বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুর রশিদ সরকার, সংস্থার সভাপতি প্রকৌশলী মো. ফরমান আলী, সহ-সভাপতি প্রকৌশলী সোহরাব আলী, প্রকৌশলী মো. রোকন উদ-দৌলা, আমজাদ হোসেন প্রমুখ
শীতবস্ত্র ও অর্থ প্রদান
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইউনিয়ন ব্যাংক ও সিও সংস্থার উদ্যোগে ৫ শতাধিক অসহায়, ছিন্নমূল, গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন।
চেক বিতরণ
ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক এবং নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমুখ।
অভিভাবক সমাবেশ
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার সীমাখালী ও শতখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির আয়োজনে নবীনবরণ, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন। বক্তব্য রাখেন শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিনা, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিকু, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ডক্টর আলতাফ হোসেন, ছয়ঘরিয়া এ.বি.এস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা বিশারত হোসেন প্রমুখ।
কম্বল প্রদান
ম রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক জেতাতে ভোট প্রচারণা চালানোয় হুড়কা ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের কম্বল থেকে বঞ্চিত হয়েছেন ইউপি সদস্য অনিমেষ মন্ডল। তিনি নিজ গাঁটের টাকায় কম্বল কিনে তা বিতরণ করেছেন। শুক্রবার বিকাল ৪টায় উত্তর হুড়কার শীতলা মন্দির চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান তুষার কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা তিমির বরণ প্রমুখ।
বিদায় অনুষ্ঠান
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা শিশু নিকেতন উচ্চ বিদ?্যালয়ের আয়োজনে নবীনদের বরণ ও এসএসসি ২০২৪ সালের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিদ?্যালয় মাঠে প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নূরুন্নবী ঠান্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব। বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের অধ?্যক্ষ সাইদুর রহমান, ওসি মমতাজুল হক, মুক্তিযোদ্ধা ডা. দ্বীজেন্দ্র নাথ পাল, প্রধান শিক্ষক জোবায়দুর রহমান, সাবেক ইউপি সদস্য হবিবর রহমান শিক্ষক অরুণ কুমার বর্মণ, শিক্ষক গোলাম হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন রানা।
পুরস্কার বিতরণ
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-১ আসনের এমপি ইঞ্জি. আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, আওয়ামী স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া।