আনোয়ারায় রাইস ট্রান্সপস্নান্টারে চারা রোপণ উদ্বোধন

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নে সরেঙ্গা গ্রামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ডিএই কৃষি প্রকৌশলী মুহাম্মদ আমজাদ হোসেন খান, কৃষি সম্প্রসারণ অফিসার নুর ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সম্পদ তালুকদার, প্রভাদ মন্ডল প্রমুখ। জানা গেছে, উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান চাষে রাইস ট্রান্সপস্নান্টার যন্ত্রের মাধ?্যমে ৫০ একর চারা রোপণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, রাইস ট্রান্সপস্নান্টার বা চারা রোপণের যন্ত্র দিনে এক ঘণ্টায় ৩০ জন কৃষকের সারা দিনের কাজ শেষ করতে পারবে। কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, উৎপাদনও বেশি হবে।