নীলফামারীর সৈয়দপুরে জুয়ার টাকা জোগাতে অপহরণ নাটক সাজিয়ে প্রবাসী বাবার কাছে টাকা দাবি করা কলেজ ছাত্র হুমায়ুন কবিরের (২৩) ঠাঁই হলো জেলহাজতে। পুলিশের কাছে জবানবন্দিতে হুমায়ুন বলেন, তিনি অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় বন্ধুদের কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে। এ অবস্থায় গত ২৩ জানুয়ারি সৎ মাকে ফাঁকি দিয়ে তিনি অন্যত্র আত্মগোপন করেন।
এ ঘটনায় হুমায়ুনের মা হামিদা বেগম (৪৫) বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
\হসৈয়দপুর থানার ওসি শাহা আলম জানান, বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া হুমায়ুন কবিরকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর বলেন, 'ঘটনাটি একটি চরম অবক্ষয়ের গল্প। একজন সন্তান নিজেকে নিজে অপহৃত দেখিয়ে বাবার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা এ অপরাধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি।'