দিনাজপুরে জাতীয় পিঠা ও লোক সাংস্কৃতিক উৎসবে স্টল বরাদ্দ নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণ করার অভিযোগে কালচারাল অফিসার মিনা আরা পারভীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে 'আমরা উত্তরবঙ্গের উদ্যোক্তা অনলাইন গ্রম্নপ'।
শনিবার দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন গ্রম্নপের এডমিন ফাতেমা ফেরদৌসী মুক্তি ও মানতাসা রহমানসহ আরও কয়েকজন উদ্যোক্তা।
লিখিত বক্তব্যে তারা বলেন, 'দিনাজপুর শিল্পকলা একাডেমিক কালচারাল অফিসার মিনারা পারভীন নিজস্ব স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে সরকারি জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব মেলায় স্টলের জন্য নির্দিষ্ট সময় আবেদন করেও আমাদের কোনো স্টল বরাদ্দ দেওয়া হয়নি। পক্ষান্তরে দিনাজপুরের উদ্যোক্তা বর্গ নামে একটি গ্রম্নপকে ১৮ ও অনলাইন শপিং গ্রম্নপ নামে আরও একটি গ্রম্নপকে ৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে 'আমরা উত্তরবঙ্গের উদ্যোক্তা' গ্রম্নপের সদস্যরা উপস্থিত ছিলেন।