বাসাইলে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলার ঘটনার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান টিকটক শাকিলসহ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিদের দ্রম্নত গ্রেপ্তারের দাবি জানানো হয়। কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। দাবি বাস্তবায়নের জন্য আগামী ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয় কর্মসূচি থেকে। পরে পুলিশ অপরাধীদের দ্রম্নত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা কর্মসূচি স্থগিত করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত জিজান হাসান দীপ্ত'র মা সোহেলী সুলতানা দিপা, নানা দেলোয়ার হোসেন, চাচা ওয়াজেদ মলিস্নক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশূর সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর প্রিন্স মাহমুদ, দীপ্ত'র আত্মীয় কামাল হোসেন প্রমুখ।