ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার নুরুলস্নাগঞ্জ ইউনিয়নের বাররা ও ফুকুরহাটি গ্রামের লোকজনের সঙ্গে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মর্জিনা বেগম (৪৫), রেহানা বেগম (৪০), মুন্নি আক্তার (২০) ও আলামিন মীরকে (২২) সদরপুর হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নুরুলস্নাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে ১২৭তম শাহ সুফি হযরত রহমান ফকিরের উরস মোবারক উপলক্ষে মেলার আয়োজন চলছিল। উক্ত মেলায় বাররা গ্রামের আলামিন ও মুন্নার সঙ্গে ফুকুরহাটি গ্রামের নুরু খাঁর ছেলে রতনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয় ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।