রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সন্ধ্যা নামলেই স্বাস্থ্য কমপেস্নক্সের ছাদে বসে মাদকসেবীদের আড্ডা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সন্ধ্যা নামলেই স্বাস্থ্য কমপেস্নক্সের ছাদে বসে মাদকসেবীদের আড্ডা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ছাদে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসার অভিযোগ উঠেছে। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন ৩ শতাধিক রোগী। বিকাল হতেই হাসপাতালটির ভেতরে মাদকের জমজমাট আড্ডা বসলেও চোখে পড়ছে না কর্তৃপক্ষের।

এতে হাসপাতালের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে সেই সঙ্গে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এখানে কর্মরত ডাক্তার-নার্সসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, সন্ধ্যা গড়ালেই প্রতিদিন মাদকসেবীদের একটি চক্র এখানে এসে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক সেবন করে। হাসপাতালের মেইন গেট ছাড়াও বাউন্ডারি ওয়াল টপকে রাতে তারা অবাধে প্রবেশ করে। তারা এতই বেপরোয়া যে, অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষেরও কিছু করার থাকে না।

এরই মধ্যে এসব মাদকসেবীকে হাসপাতাল চত্বর থেকে চলে যাওয়ার কথা বলে হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপেস্নক্সে মাদকসেবীদের আড্ডার বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে