অনলাইন অ্যাপে বিনিয়োগ করে রাজশাহীর প্রতারিত ব্যক্তিরা মানববন্ধন করেছেন। এছাড়াও বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী ও কুমিলস্নার দেবিদ্বারে ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রাজশাহী অফিস জানিয়েছে, 'ইউএস অ্যাগ্রিমেন্ট' অ্যাপে বিনিয়োগ করে রাজশাহীর প্রতারিত ব্যক্তিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার নগরীর কাদিরগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রতারিত প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা বিনিয়োগ করা টাকা ফেরত পেতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। একইসঙ্গে দ্রম্নত প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানান।
ভুক্তভোগীরা বলছেন, ইউএস অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ফরেক্স মার্কেটে বিনিয়োগের নামে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তাদের এক লাখ টাকার বিপরীতে প্রতিমাসে রেমিটেন্স আকারে ১১ হাজার ২০০ টাকা করে মুনাফা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘির সান্তাহারের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জনির ওপর হামলাকারীদের দ্রম্নত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সান্তাহার-নওগাঁ সড়কে কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সান্তাহার বনিক সমিতির সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডাবলু, সম্পাদক মোহাম্মদ আলী, আহত জনির বড় ভাই ব্যবসায়ী সনি। মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জনির ওপর হামলাকারীদের দ্রম্নত চিহিৃত করে গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানান।
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বার উপজেলার গুনাইঘণ দক্ষিণ ইউপির সদস্য মুমিনুল ইসলাম ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার মাশিকাড়া বাজারে হামলাকারী কিশোর গ্যাং লিডার রাজিব ও রাকিবকে দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাহেব আলী মিয়া, দক্ষিণ পোনরা গ্রামের নসু মিয়া শেখ, মুন্না মেম্বার এর বাবা কিশোর মাস্টার, গ্রাম্য ডাক্তার বশির আহমেদ প্রমুখ।