টাঙ্গাইলের তিনজনসহ ৫ জেলার সড়কে ঝরল আট প্রাণ

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন ও ময়মনসিংহের ভালুকায় দুইজনসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সলস্না চরপাড়া নামক স্থানে শনিবার দুপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় দুইজন এবং সকালে ঘাটাইলে মাটিবোঝাই ড্রামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন ও ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া সংঘর্ষ দুটির বিষয় নিশ্চিত করেছেন। মহাসড়কের সলস্না চরপাড়ায় নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর শুকুর আলীর ছেলে অটোভ্যান চালক আব্দুস সাত্তার (৪০) এবং একই উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুল হকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান মমিন (৪৫)। অন্যদিকে ঘাটাইলের সালেংকা মোড়ে নিহত অটোরিকশা চালক লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খাঁর ছেলে টিটু খাঁ (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁচামাল ব্যবসায়ী মমিন উপজেলার জোকারচর থেকে মালামাল নিয়ে আব্দুস সাত্তারের অটোভ্যানযোগে মহাসড়কের পাশ দিয়ে হাতিয়া হাটে যাচ্ছিলেন। দুপুরে অটোভ্যানটি সলস্না চরপাড়া নামক স্থানে পৌঁছলে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার ও মমিনের মৃতু্য হয়। অন্যদিকে, শুক্রবার রাতে ঘাটাইলের দীঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে টিটু খানের এক আত্মীয় মারা যান। পরে আত্মীয়ের জানাজায় শরিক হতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে শনিবার সকালে অটোরিকশায় যাচ্ছিলেন টিটু। এ সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে মাটিভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোচালক টিটু খান ঘটনাস্থলেই মারা যান। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে স্পিনিং মিলের দুই নারী কর্মীর মৃতু্য হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দুইজন সহোদর বোন। শনিবার ভোরে উপজেলার উথুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারের কাছে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন মারা যান। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় মো. রনি মন্ডল (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এসডি পরিবহণের একটি বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়ে তার মৃতু্য হয়। গত শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা রনির স্ত্রী শিল্পী খাতুন (২৭) গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি উপজেলার রেলগেট শ্রীদাম দত্তপাড়া গ্রামের আজাদ মন্ডল ওরফে আজাদের ছেলে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার দুপুরে সদরের বড্ডাপাড়া গরুর বাজার সংলগ্ন সরাইল-নাছিরনগর আঞ্চলিক সড়কে বেপরোয়া ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন আবদুর রহিম (৫০) নামে একজন শিক্ষক। তিনি সরাইল রহমাতুলিস্নল আলামিন দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টায় বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বামনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত ওই গৃহবধূর নাম আকলিমা বেগম (৪৫)। তিনি উপজেলার ডৌয়াতলা গ্রামের দুবাই প্রবাসী আলী আকবর খানের স্ত্রী। শনিবার সকালে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের কাকচিড়ার গুদিঘাটা নামক স্থানে ডায়া গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমানে বরগুনা জেল হাজতে রয়েছেন। তাকে জেল গেটে দেখতে শনিবার সকালে ৪টি অটোরিকশা যোগে ডৌয়াতলা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বরগুনার উদ্দেশে রওনা হয়। ওই বহরে গৃহবধূ আকলিমা বেগম ছিলেন। তাদের বহর পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার অতিক্রম করার পরে পাথরঘাটা ঢাকা মহাসড়কের গুদিঘাটা এলাকায় পৌঁছলে অন্যদিক থেকে আসা একটি ডায়া গাড়ির সঙ্গে বহরে থাকা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি পামের মাঠে উল্টে পড়ে ঘটনাস্থলেই গৃহবধূ আকলিমার মৃতু্য ঘটে।