নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। এদিকে বগুড়ার আদমদীঘিতে আবাদি জমির মাটি কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের এক হাজার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত নোমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, ওসি দীপক চন্দ্র সাহা, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোলস্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন প্রমুখ।
অভিযানে মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা কাপড়, জুতা, সবজি, ফল, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে আবাদি জমিতে এস্কেভেটর দিয়ে মাটি কাটা ও সরকারি কাজে বাধা দেওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ (৩৩) ও পুশিন্দা কোলাদীঘি গ্রামের আসাদুজ্জামান (৬৫)।
জানা যায়, আদমদীঘি উপজেলার পুশিন্দা মৌজায় এস্কেভেটর দিয়ে মাটি কেটে খনন করছিলেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মাদ ও আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেয়। পরে দুইজনকে আটক করে নুর মোহাম্মাদকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও আসাদুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।