ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, 'অপশক্তির মোকাবিলা করে গত নির্বাচনে এগুতে হয়েছে। সেখানে আপনাদের অবদান কখনো ভোলার নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেমনভাবে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের ঋণ শোধ করে গেছেন, আমরা তার ঋণ এখনো শোধ করতে পারিনি। তেমনিভাবে রক্ত দিয়ে হলেও আপনারা যে আমার জন্য অবদান রেখেছেন, আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন তার ঋণ কোনোদিন শোধ করতে পারব না।'
তিনি গত শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে তাকে দেওয়া বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ওরফে ভিপি জহিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরও বলেন, বিজয়নগর আমার স্বপ্নের উপজেলা। আপন মহিমায় তিনি বিজয়নগরকে ঢেলে সাজাবেন বলে ঘোষণা দেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার একজন কর্মী হিসেবে যেন, সফলকাম হন, এজন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চান। পাশাপাশি বিএনপি-জামাতের মতো অপশক্তির ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা।