কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলে একের পর এক ভেসে আসছে মরা মা কাছিম। চলতি প্রজনন মৌসুমে পুরো কক্সবাজার উপকূলজুড়ে মরা অবস্থায় পাওয়া গেছে ১১টি মা কাছিম।
শুক্রবার উখিয়ার সোনারপাড়া সৈকতে ভেসে আসে বিশাল আকৃতির মরা কাছিম। যা পরিদর্শন করে মরে যাওয়ার কারণ অনুসন্ধান করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, 'সোনারপাড়া সৈকতে একটি মরা কাছিম ভেসে আসার খবর দেয় স্থানীয় জেলেরা। তারপর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করি।'
তিনি জানান, কাছিমটি আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে মারা গেছে। এরপর এই কাছিমটি ডিম পাড়তে এসে নাকি ডিম পেড়ে চলে যাওয়ার সময় বাধাগ্রস্ত হয়ে মারা গেছে এটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মরা কাছিমটিা পেটে কোনো ধরনের ডিম ছিল না। তাতে বোঝা যায় মরা কাছিমটি সৈকতের বালিয়াড়িতে ডিম দিয়ে ফিরে যাওয়ার সময় বাধাগ্রস্ত হয়ে মারা গেছে। পরবর্তীতে কাছিমটি বালিয়াড়িতে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে।