রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভাইয়ের হাতে ভাইসহ ৩ জেলায় তিন খুন

উখিয়ায় মাটিচাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত তিন জেলায় আরও তিন অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভাইয়ের হাতে ভাইসহ ৩ জেলায় তিন খুন

নেত্রকোনায় ভাইয়ের হাতে ভাই খুন, হবিগঞ্জের লাখাইয়ে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ ও সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে পূর্বশত্রম্নতার জেরে যুবক খুন হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে একহন রোহিঙ্গা শ্রমিকের মৃতু্য হয়। এ ছাড়া পাবনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও মেহেরপুরের গাংনীতে আরও দুই অপমৃতু্যর খবর পাওয়া গেছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই মিলন মিয়া (৪৫) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে মিলন মিয়ার সঙ্গে একই গ্রামের তার মামাতো ভাই রাশিদ মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। মিলন শুক্রবার অতর্কিত জমিতে চাষাবাদ শুরু করলে খবর পেয়ে রাশিদ চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রাশিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মিলনকে আঘাত করে। তার চিৎকারে পরিবারের লোকজন আসলে রাশিদ পালিয়ে যায়। পরে মিলনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাশিদ মিয়াকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙ্গার বিল নামক স্থান থেকে শনিবার অজ্ঞানামা (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে একটি জ্যাকেট পরা অবস্থায় বিবস্ত্র পুরুষ মানুষের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রলয় বর্মা জানান, মরদেহটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

মেহেরপুর ও গাংনী প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে বিদু্যৎপৃষ্ঠে আমিরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম জালশুকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার জানান, আমিরুল তার বাড়ির পাশের একটি জমিতে সেচ দিতে যান। সেচ পাম্প চালু করার সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাকে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় রেললাইনে হাঁটাচলা করার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক যুবকের মৃতু্য হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) ছিলেন।

জানা গেছে, রাজশাহী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সদরের কোলাদী-হলুদবাড়িয়া গ্রাম অতিক্রম করা সময় রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করা ওই যুবক ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রেলওয়ে পুলিশকে জানায়। এরপর রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃতু্য হয়েছে। গত শুক্রবারে বিকালে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা ঢালারমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, স্থানীয় খুইলস্না মিয়ার ছেলে দেলোয়ার পাহাড় কেটে মাটি বিক্রি করছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকালে পাহাড় কাটার সময় পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলে ওই শ্রমিক মারা যান।

এ বিষয়ে ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশীদ বলেন, বন বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দেলোয়ার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে ফুলজাহান বেগম (৬২) নামে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা পুত্রবধূর হাতে খুন হয়েছেন। শ্বাশুড়ি ফুলজাহানকে হত্যার কথা স্বীকার করেছেন পুত্রবধূ সুমাইয়া। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার সুমাইয়া আক্তার হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেন। পরে পুলিশ তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য শুক্রবার আদালতে পাঠায়। এ সময় সুমাইয়া তার শ্বাশুড়ি ফুলজাহান বেগমকে (৬২) বসতঘরে শাড়ি গলায় পেঁচিয়ে হত্যার পর মৃতদেহ বাড়ির পাশে ডোবার কচুরিপানায় রাখেন বলে জবানবন্দি দেয়।

এর আগে গত ৩০ জানুয়ারি বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয় ফুলজাহানের লাশ। পরে ফুলজাহানের মেয়ে তানজিনা বেগম বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে পুলিশ দ্রম্নত মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিকে গ্রেপ্তার করে। সুমাইয়া আক্তার (২২) ফুলজাহানের ছেলে মহিবুল হাসানের স্ত্রী।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি নিয়ে বিরোধে পূর্বশত্রম্নতার জের ধরে এক যুবককে খুন করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কালিপুর গ্রামের মঞ্জু মিয়ার দোকানের সামনে কালিপুর দোলুরা গ্রামের হামিজ উদ্দিনের ছেলে হুমায়ুনকে (২২) ধারালো ছুরি দিয়ে খুন করেন একই গ্রামের মোহর আলীর ছেলে হযরত আলী।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, বর্তমানেও অবস্থান করেছি। ময়নাতদন্ত শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে